Friday, June 28, 2019

কোন কালারের জামার সাথে কোন কালার ম্যাচ করবে

পোশাক পরিচ্ছদে আমরা কোন কালারের সাথে কোন কালারের কাপড় পরিধান করব সেটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যাই । বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কোন কালারের সাথে কোন কালার ম্যাচিং হবে এই ব্যাপারে তারা খুবই সতর্ক। বিভিন্ন কালারের কাপড় কিনে জামা বানিয়ে আবার সে জামায় নানা রকম হাতের কাজ করে মনের মত ডিজাইন করে পড়াটা অনেকেই পছন্দ করেন ।
বানানো জামার কালার আর তার সাথের ওড়না বা স্কার্ফ বা হিজাবের কালারের মিল হবে কি হবে না ? বা নিজের মত করে তৈরি পোশাকের কালার আর তার সাথে অন্যান্য কাপড়ের কালারের মিল -অমিল, ম্যাচিং হবে কোন কালার এগুলো  নিয়ে মাথা ঘামানোর শেষ নাই ।


আসুন দেখি কোন কালারের জামার সাথে কোন কালার ম্যাচ করবেঃ


  • জামার কালার যদি সবুজ হয় তাহলে তার সাথে কমলা কালার, বাদামি কালার, সাদা কালার, গোল্ডেন কালার, ক্রিম কালার, গ্রে কালার, কালো কালার ওড়না বা স্কার্ফ বা হিজাব বেশ মানানসই ।
  • জামার কালার যদি গোলাপি হয় তাহলে - জলপাই কালার, গ্রে কালার,  মিন্ট গ্রীন, সাদা,  হালকা নীল কালার, টারকয়েজ কালার ম্যচিং করে পড়তে ভুলবেন না ।
  • জামার কালার যদি টোম্যাটো রেড কালারের হয় তাহলে তার সাথে ম্যাচিং করে- ক্রিম কালার,  আবার ক্রিম কালারের সাথে  সাদা নীল কালার একসাথে, মিন্ট সবুজ, বিস্কিট কালার , ধূসর কালার।
  • জামার কালার যদি ইলেকট্রিক ব্লু  হয়  তাহলে তার সাথে- সিলভার কালার, গোল্ডেন হলুদ,  হালকা বাদামি কালারের ওড়না বা স্কার্ফ বা হিজাব ম্যচিং করে পড়বেন ।
  • জামার কালার যদি হালকা সবুজ হয় তাহলে তার সাথে ম্যচিং হবে- গাঢ় নীল কালার,  বাদামি কালার, হলুদ কালার, লাল কালার, গ্রে কালার ।
  • জামার কালার যদি জলপাই  কালারের হয় তাহলে এই কালারের সাথে ম্যচিং হবে- বাদামি কালার, কমলা কালার, হালকা বাদামি কালার ।
  • জামার কালার যদি টারকয়েজ কালারের হয় তাহলে এর সাথে ম্যচিং করে পড়ুন - বাদামি কালার, ফুশিয়া কালার, হলুদ কালার, চেরি রেডকালার,    গাঢ় পার্পল কালার, ক্রিম কালার।
  • জামার কালার যদি কমলা কালারের হয় তাহলে এর সাথে ম্যাচিং হবে- পার্পল কালার, নীল কালার, কালো কালার, বেগুনি কালার, সাদা কালার ।
  • জামার কালার  চেরি রেড হলে এর সাথে -   হালকা গোলাপি কালার, কালো কালার, সাদা কালার ম্যাচিং করে ফেলুন।
  • জামার কালার গোল্ডেন হলুদ কালারের হলে- নীল কালার,  গ্রে কালার, বাদামি কালার,  লাল কালার ও কালো কালার খুবই সুন্দর ম্যাচিং হয়।
  • জামা বিশেষ করে কামিজের কালার উজ্জ্বল হলুদ হলে  এর সাথে ম্যাচিং হবে- নীল কালার, ফুশিয়া কালার, বাদামি লালের বিভিন্ন শেড কালার,  পার্পল কালার, গ্রে কালার ।
  • জামা হালকা কমলা কালারের হলে এর সাথে ম্যাচিং হবে- জলপাই কালার, গ্রে কালার, বাদামি কালার ।
  • জামা যদি লেমন-হলুদ কালারের হয় তাহলে দেরি না করে- নীল কালার, ধূসর কালার,  চেরি রেড কালার, বাদামি কালারের ওড়না বা স্কার্ফ বা হিজাব  পড়ুন ।
  • জামার কালার হলুদ হলে- হালকা নীল কালার, নীল কালার, পার্পল কালার, কালো কালার,  গ্রে কালার ম্যচিং করুন ।
  • গাঢ় কমলা কালারের জামার সাথে ম্যচিং হবে-  বাদামি কালার, হালকা হলুদ কালার,  চেরি কালার, জলপাই  কালার।
  • লাল কালারের জামা বা কামিজ হলে- হলুদ, সাদা, বাদামি, সবুজ, নীল ও কালো।
  • জামার রং ধূসর/ গ্রে হলে- এর সাথে ম্যচিং হবে যেকোনো মুডি রঙের সাথে  যেমন- ফুশিয়া কালার, গোলাপি কালার, নীল লাল কালার, পার্পল কালার।
  • জামার  কালার যদি সাদা হয়  তাহলে যেকোনো হালকা বা গাঢ় রঙের সাথেই এই রং বেশ মিলে যায়। সবচেয়ে ভালো কম্বিনেশন হলো  কালো ও লাল, নীল, আকাশী।
  • জামার রং  বেইজ রং এর  হলেবাদামি কালার, নীল কালার,   কালো কালার, লাল ও সাদা কালার, এমারেল্ড সবুজ কালার সুন্দরভাবে  ম্যাচিং করবে।
  •  জামার  কালার যদি ফুশিয়া (গাঢ় গোলাপি) হয় এর সাথে ম্যাচিং হবে- বাদামি কালার, ধূসর কালার, হলদে বাদামি কালার, মিন্ট গ্রীন কালার লাইম গ্রীন কালার  ।
  •  জামার রং  গোলাপি- গ্রে, সাদা, মিন্ট গ্রীন, জলপাই রং, টারকয়েজ, হালকা নীল।
  •  জামার  কালার যদি গাঢ় বাদামি- লেমন-হলুদ, আকাশি নীল, মিন্ট গ্রীন, পার্পল, গোলাপি, লাইম গ্রীন।
  • জামার  কালার যদি বাদামি হয় তাহলে- বেইজ কালার, উজ্জ্বল নীল কালার, ক্রিম কালার, হলুদ কালার, গোলাপি কালার,  সবুজ কালার ভাল ম্যাচিং করবে ।
  • জামার রং হালকা বাদামি হয় তাহলে এর সাথে- হালকা হলুদ কালার,  ক্রিম-সাদা কালার,  নীল, কালার, লাল কালার,  সবুজ কালার, পার্পল কালার দারুন ম্যাচিং করবে।
 মনে রাখবেন একই রং কাপড়ের ধরন ভেদে আলাদা শেডের হতে পারে।
উদাহরনসরূপ  যে রং শিফন কাপড়ের সাথে থাকবে, সেই একই শেড সুতি কাপড়ের চেয়ে জর্জেট বা লিনেন কাপড়ের সাথে বেশি মানানসই হবে।
** কোল্ড কালারগুলো  যেমন সবুজ কালার, নীল কালার,  কালো কালারের জামা।  আপনাকে দেবে ম্যাট লুক । তাই নিজেকে ম্যাট লুক বানাতে কালো কালার, নীল কালার, আকাশী কালারের জুরি নেই ।

** কিছু কিছু রং আপনার গেটআপে উজ্জ্বলতা যোগ করবে, যেমন ওয়ার্ম কালার কমলা কালারের জামা  লাল কালারের জামা,  এবং হলুদ কালারের জামা। তবে রাতের বেলায় সাদা কালারের জামা আপনাকে দেবে উজ্জল গেটআপ । আবার আপনি ইচ্ছে করলে  এই দুই ধরনের রঙের কম্বিনেশনে একই রঙের ভিন্ন ভিন্ন লুক সৃষ্টি করতে পারবেন। নিজেকে আলাদাভাবে সাজাতে তাই আপনি এই গেট আপ নিতে পারেন ।

**আবার গাঢ় ছাই রঙের সাথে নীল বা সাদা আপনাকে দেবে স্নিগ্ধতা কিন্তু লাল বা ফুশিয়া রং আপনাকে উৎসবধর্মী উজ্জ্বলতা যোগ করবে। আর তাই আপনি কোথায় কি উদ্দেশ্যে যাবেন সেই উদ্দেশ্য অনুযায়ী জামা সিলেক্ট করে পড়াটাই বুদ্ধিমানের কাজ ।

___________________________

81 comments:

  1. শেওলা কালার জামার সাথে কোন রং টা ভালো মানাবে?

    ReplyDelete
    Replies
    1. সাদা কালার ভাল মানাবে

      Delete
    2. বিস্কিট colour ar shathe kon colour manabe

      Delete
  2. মিষ্টি কালার শার্ট এর সাথে কেন কালরের প্যান্ট মানাবে পরলে..??

    ReplyDelete
    Replies
    1. খয়রি কালারের প্যান্ট

      Delete
  3. বেগুনি কালার জামার সাথে কোন কালারের হিজাব করব????

    ReplyDelete
  4. জামার কালার যদি ব্লু হয় তাহলে

    ReplyDelete
  5. আকাশি কালার এর সাথে কোন কালার মিলবে

    ReplyDelete
  6. খয়রি কালার জামার সাথে কোন কোন রং মানায়??

    ReplyDelete
  7. কপি কালার জামার সাথে কোন কালার পালাজো মানাবে

    ReplyDelete
  8. purple colour 3 pc er sathe ki ki ornamemts porte hobe?????

    ReplyDelete
    Replies
    1. সাদা/ আকাশী

      Delete
    2. ক্রিম কালার জামার সাথে কোন রঙ এর হিজাব বা প্যান্ট ভাল মানাবে

      Delete
  9. Onion colour er ste kon colour matching hbe

    ReplyDelete
  10. জলপাই রঙের জামার সাথে কোন কালার বেশি ম্যাচ করবে?

    ReplyDelete
  11. Replies
    1. সাদার সাথে সব কালারই ম্যাচ করে ।

      Delete
  12. কালো ও লাল, নীল, আকাশী

    ReplyDelete
  13. সোনালী রঙের কোটির সাথে কোন রঙের পাঞ্জাবি মিলবে।

    ReplyDelete
    Replies
    1. সোনালী অথবা সাদা কালার ।

      Delete
  14. নিলের সাথে কোন কালার মিলবে

    ReplyDelete
  15. কফি কালার জামার সাথে কোন রঙের লিপস্টিক মানাবে?

    ReplyDelete
    Replies
    1. কফি কালার বা লাল কালার ।

      Delete
  16. পেস্ট কালারের জামায় হাতের কাজ করবো।
    কোন কালারের সুতা মিলবে??

    ReplyDelete
    Replies
    1. হালকা মিষ্টি বা পিঙ্ক কালারের সাথে মাজেন্দা কালারের সুতা ভাল মানাবে ।

      Delete
  17. বাঙি কালার জামর সাথে কোন কালার ওড়না ও পায়জামা মানাবে plz bolen 🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. গোল্ডেন কালার পায়জামা খয়েরি কালার ওড়না ভাল মানাবে ।

      Delete
  18. বাঙি কালার জামার সাথে কোন কালার ওড়না ও পায়জামা মিলবে।

    ReplyDelete
  19. কচুপাতা রং এর বোকরার সাথে কোন রং এর হিজাব মানাবে

    ReplyDelete
    Replies
    1. হালকা মিষ্টি বা হালকা পিঙ্ক কালার।

      Delete
  20. খয়েরী রঙের বোরকার সঙ্গে কি রঙের হিজাব পড়লে দেখতে ভালো লাগবে?

    ReplyDelete
    Replies
    1. খয়েরী ভাল মানাবে তাছাড়া আপনি ফুট ফুট গোলাপি কালারের হিজাব পরতে পারেন ।

      Delete
    2. Golden colour dress er shate kon colour matching hbe

      Delete
  21. নেভি ব্লু ও মিষ্টি কালারের সাথে কোন কালার মানাবে??

    ReplyDelete
  22. নেভি ব্লু ও মিষ্টি কালারের সাথে কোন কালার মানাবে???

    ReplyDelete
  23. কাচা হলুদ রঙের জামায় কি রঙের লেইস মানাবে

    ReplyDelete
  24. পিংক কালার পায়জামার সাথে কোন রঙের কামিজ ওড়না ভালো লাগবে

    ReplyDelete
  25. পিংক কালার সালোয়ার এর সাথে কোন রঙের কামিজ ওড়না মানাবে

    ReplyDelete
  26. কালো কালারের উপর কোন কালার বেশি মানাবে...?
    মানে কালো পান্জাবির উপর কোন কালার ফুটবে...?

    ReplyDelete
  27. কাল কালার পেন্টের সাথে কোন কালার ভাল বানাবে

    ReplyDelete
  28. Plan blue colour ar saree sathe ki colour ar blouse manabe

    ReplyDelete
  29. খয়েরী কালার এর সাথে কোন কালারের প্যান্ট বানাবো

    ReplyDelete
  30. pant yas colour hoile kon colour ar sat vlo hoi.

    ReplyDelete
  31. ফিরোজা রঙের পাঞ্জাবির সাথে কোন রঙের কটি মানাবে?

    ReplyDelete
  32. বাসন্তী কালার জামার সাথে কোন কালারের ওরনা মানাবে

    ReplyDelete
  33. কালো বোরকা সাথে পেয়াজ কালার কেমন লাগবে

    ReplyDelete
  34. বাঙ্গী কালার জামায় কোন কালারের সুতার কাজ ভালো মানাবে।

    ReplyDelete
  35. কলিজা কালারের সাথে কি কি কালার মানাবে?
    কয়েকটা অপশন জানাবেন
    শুকরিয়া

    ReplyDelete
  36. ইট কালার এর সাথে কোন কালার যাবে

    ReplyDelete
  37. পেস্ট কালার জামার সাথে কোন কালারের ওড়না ও পায়জামা মানাবে?

    ReplyDelete
  38. লেমন কালার শাড়ীর সাথে কোন কালার হিজাব ভালো লাগবে?

    ReplyDelete
  39. Pink top er sathe ki colour er jeans manabe

    ReplyDelete
  40. আকাশি কালারের সাথে কোন কালার ভালো মানাবে

    ReplyDelete
  41. অ্যাস রং এর সাথে কোন রং ভালো লাগবে???

    ReplyDelete
  42. নেভি ব্লু এর সাথে কোনটা মানাবে?

    ReplyDelete
  43. Deep sobuj color er satha kon color vlo lagbe

    ReplyDelete
  44. Jamar colour jodi black hoy tokhon kon colour er pant porte hobe?

    ReplyDelete
  45. Ash colour dress ar sate kon colour hijab manave??

    ReplyDelete
  46. কালো কালার এর স্কর্টের সাথে কি কালার এর টপ মানবে ?

    ReplyDelete
  47. কাঠালি কালার পায়জামা উড়নার সাথে কোন কালার জামা ম্যাচ করবে?

    ReplyDelete
  48. Khoyeri colour selower,,ornar Sathe jama ki colour hole manabe

    ReplyDelete
  49. একদম হালকা বেগুনি রংয়ের কামিজ এর সাথে কোন রংয়ের সালোয়ার মানাবে??

    ReplyDelete
  50. Beguni colour er sathe kon colour matching hobe...??

    ReplyDelete
  51. বেগুনি কালার গ্রাউন এর সাথে কি কালার উরনা আর হিজাপ ভালো হবে?

    ReplyDelete
  52. Kusum colour ar jamar satha,kon colour ar pajama manaba

    ReplyDelete
  53. নেবুবলুর সাথে কোন কালার মিলবে

    ReplyDelete
  54. ক্রিম কালারের কুতী্র সাথে কোন কালারের জানা ভালো মানাবে?

    ReplyDelete
  55. বাসন্তী কালার ড্রেসের সাথে কি কালার হিজাব মানাবে?

    ReplyDelete
  56. অ্যাশ কালার প্যান্ট এর সাথে ম্যাচিং কি কালার শার্ট

    ReplyDelete
  57. পেস্ট কালারের ড্রেসের সঙ্গে কী রঙের হিজাব পারবো?

    ReplyDelete