পোশাক পরিচ্ছদে আমরা কোন কালারের সাথে কোন কালারের কাপড় পরিধান করব সেটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যাই । বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কোন কালারের সাথে কোন কালার ম্যাচিং হবে এই ব্যাপারে তারা খুবই সতর্ক। বিভিন্ন কালারের কাপড় কিনে জামা বানিয়ে আবার সে জামায় নানা রকম হাতের কাজ করে মনের মত ডিজাইন করে পড়াটা অনেকেই পছন্দ করেন ।
বানানো জামার কালার আর তার সাথের ওড়না বা স্কার্ফ বা হিজাবের কালারের মিল হবে কি হবে না ? বা নিজের মত করে তৈরি পোশাকের কালার আর তার সাথে অন্যান্য কাপড়ের কালারের মিল -অমিল, ম্যাচিং হবে কোন কালার এগুলো নিয়ে মাথা ঘামানোর শেষ নাই ।
আসুন দেখি কোন কালারের জামার সাথে কোন কালার ম্যাচ করবেঃ
- জামার কালার যদি সবুজ হয় তাহলে তার সাথে কমলা কালার, বাদামি কালার, সাদা কালার, গোল্ডেন কালার, ক্রিম কালার, গ্রে কালার, কালো কালার ওড়না বা স্কার্ফ বা হিজাব বেশ মানানসই ।
- জামার কালার যদি গোলাপি হয় তাহলে - জলপাই কালার, গ্রে কালার, মিন্ট গ্রীন, সাদা, হালকা নীল কালার, টারকয়েজ কালার ম্যচিং করে পড়তে ভুলবেন না ।
- জামার কালার যদি টোম্যাটো রেড কালারের হয় তাহলে তার সাথে ম্যাচিং করে- ক্রিম কালার, আবার ক্রিম কালারের সাথে সাদা নীল কালার একসাথে, মিন্ট সবুজ, বিস্কিট কালার , ধূসর কালার।
- জামার কালার যদি ইলেকট্রিক ব্লু হয় তাহলে তার সাথে- সিলভার কালার, গোল্ডেন হলুদ, হালকা বাদামি কালারের ওড়না বা স্কার্ফ বা হিজাব ম্যচিং করে পড়বেন ।
- জামার কালার যদি হালকা সবুজ হয় তাহলে তার সাথে ম্যচিং হবে- গাঢ় নীল কালার, বাদামি কালার, হলুদ কালার, লাল কালার, গ্রে কালার ।
- জামার কালার যদি জলপাই কালারের হয় তাহলে এই কালারের সাথে ম্যচিং হবে- বাদামি কালার, কমলা কালার, হালকা বাদামি কালার ।
- জামার কালার যদি টারকয়েজ কালারের হয় তাহলে এর সাথে ম্যচিং করে পড়ুন - বাদামি কালার, ফুশিয়া কালার, হলুদ কালার, চেরি রেডকালার, গাঢ় পার্পল কালার, ক্রিম কালার।
- জামার কালার যদি কমলা কালারের হয় তাহলে এর সাথে ম্যাচিং হবে- পার্পল কালার, নীল কালার, কালো কালার, বেগুনি কালার, সাদা কালার ।
- জামার কালার চেরি রেড হলে এর সাথে - হালকা গোলাপি কালার, কালো কালার, সাদা কালার ম্যাচিং করে ফেলুন।
- জামার কালার গোল্ডেন হলুদ কালারের হলে- নীল কালার, গ্রে কালার, বাদামি কালার, লাল কালার ও কালো কালার খুবই সুন্দর ম্যাচিং হয়।
- জামা বিশেষ করে কামিজের কালার উজ্জ্বল হলুদ হলে এর সাথে ম্যাচিং হবে- নীল কালার, ফুশিয়া কালার, বাদামি লালের বিভিন্ন শেড কালার, পার্পল কালার, গ্রে কালার ।
- জামা হালকা কমলা কালারের হলে এর সাথে ম্যাচিং হবে- জলপাই কালার, গ্রে কালার, বাদামি কালার ।
- জামা যদি লেমন-হলুদ কালারের হয় তাহলে দেরি না করে- নীল কালার, ধূসর কালার, চেরি রেড কালার, বাদামি কালারের ওড়না বা স্কার্ফ বা হিজাব পড়ুন ।
- জামার কালার হলুদ হলে- হালকা নীল কালার, নীল কালার, পার্পল কালার, কালো কালার, গ্রে কালার ম্যচিং করুন ।
- গাঢ় কমলা কালারের জামার সাথে ম্যচিং হবে- বাদামি কালার, হালকা হলুদ কালার, চেরি কালার, জলপাই কালার।
- লাল কালারের জামা বা কামিজ হলে- হলুদ, সাদা, বাদামি, সবুজ, নীল ও কালো।
- জামার রং ধূসর/ গ্রে হলে- এর সাথে ম্যচিং হবে যেকোনো মুডি রঙের সাথে যেমন- ফুশিয়া কালার, গোলাপি কালার, নীল লাল কালার, পার্পল কালার।
- জামার কালার যদি সাদা হয় তাহলে যেকোনো হালকা বা গাঢ় রঙের সাথেই এই রং বেশ মিলে যায়। সবচেয়ে ভালো কম্বিনেশন হলো কালো ও লাল, নীল, আকাশী।
- জামার রং বেইজ রং এর হলে- বাদামি কালার, নীল কালার, কালো কালার, লাল ও সাদা কালার, এমারেল্ড সবুজ কালার সুন্দরভাবে ম্যাচিং করবে।
- জামার কালার যদি ফুশিয়া (গাঢ় গোলাপি) হয় এর সাথে ম্যাচিং হবে- বাদামি কালার, ধূসর কালার, হলদে বাদামি কালার, মিন্ট গ্রীন কালার লাইম গ্রীন কালার ।
- জামার রং গোলাপি- গ্রে, সাদা, মিন্ট গ্রীন, জলপাই রং, টারকয়েজ, হালকা নীল।
- জামার কালার যদি গাঢ় বাদামি- লেমন-হলুদ, আকাশি নীল, মিন্ট গ্রীন, পার্পল, গোলাপি, লাইম গ্রীন।
- জামার কালার যদি বাদামি হয় তাহলে- বেইজ কালার, উজ্জ্বল নীল কালার, ক্রিম কালার, হলুদ কালার, গোলাপি কালার, সবুজ কালার ভাল ম্যাচিং করবে ।
- জামার রং হালকা বাদামি হয় তাহলে এর সাথে- হালকা হলুদ কালার, ক্রিম-সাদা কালার, নীল, কালার, লাল কালার, সবুজ কালার, পার্পল কালার দারুন ম্যাচিং করবে।
মনে রাখবেন একই রং কাপড়ের ধরন ভেদে আলাদা শেডের হতে পারে।
উদাহরনসরূপ যে রং শিফন কাপড়ের সাথে থাকবে, সেই একই শেড সুতি কাপড়ের চেয়ে জর্জেট বা লিনেন কাপড়ের সাথে বেশি মানানসই হবে।
উদাহরনসরূপ যে রং শিফন কাপড়ের সাথে থাকবে, সেই একই শেড সুতি কাপড়ের চেয়ে জর্জেট বা লিনেন কাপড়ের সাথে বেশি মানানসই হবে।
** কোল্ড কালারগুলো যেমন সবুজ কালার, নীল কালার, কালো কালারের জামা। আপনাকে দেবে ম্যাট লুক । তাই নিজেকে ম্যাট লুক বানাতে কালো কালার, নীল কালার, আকাশী কালারের জুরি নেই ।
** কিছু কিছু রং আপনার গেটআপে উজ্জ্বলতা যোগ করবে, যেমন ওয়ার্ম কালার কমলা কালারের জামা লাল কালারের জামা, এবং হলুদ কালারের জামা। তবে রাতের বেলায় সাদা কালারের জামা আপনাকে দেবে উজ্জল গেটআপ । আবার আপনি ইচ্ছে করলে এই দুই ধরনের রঙের কম্বিনেশনে একই রঙের ভিন্ন ভিন্ন লুক সৃষ্টি করতে পারবেন। নিজেকে আলাদাভাবে সাজাতে তাই আপনি এই গেট আপ নিতে পারেন ।
**আবার গাঢ় ছাই রঙের সাথে নীল বা সাদা আপনাকে দেবে স্নিগ্ধতা কিন্তু লাল বা ফুশিয়া রং আপনাকে উৎসবধর্মী উজ্জ্বলতা যোগ করবে। আর তাই আপনি কোথায় কি উদ্দেশ্যে যাবেন সেই উদ্দেশ্য অনুযায়ী জামা সিলেক্ট করে পড়াটাই বুদ্ধিমানের কাজ ।
**আবার গাঢ় ছাই রঙের সাথে নীল বা সাদা আপনাকে দেবে স্নিগ্ধতা কিন্তু লাল বা ফুশিয়া রং আপনাকে উৎসবধর্মী উজ্জ্বলতা যোগ করবে। আর তাই আপনি কোথায় কি উদ্দেশ্যে যাবেন সেই উদ্দেশ্য অনুযায়ী জামা সিলেক্ট করে পড়াটাই বুদ্ধিমানের কাজ ।
___________________________
শেওলা কালার জামার সাথে কোন রং টা ভালো মানাবে?
ReplyDeleteসাদা কালার ভাল মানাবে
Deleteবিস্কিট colour ar shathe kon colour manabe
Deleteমিষ্টি কালার শার্ট এর সাথে কেন কালরের প্যান্ট মানাবে পরলে..??
ReplyDeleteখয়রি কালারের প্যান্ট
Deleteবেগুনি কালার জামার সাথে কোন কালারের হিজাব করব????
ReplyDeleteবেগুনি
Deleteজামার কালার যদি ব্লু হয় তাহলে
ReplyDeleteসাদা
Deleteআকাশি কালার এর সাথে কোন কালার মিলবে
ReplyDeleteকালো
DeleteCream colour saree er sathe kon colour bilause mas korbe
DeleteCreem
Deleteখয়রি কালার জামার সাথে কোন কোন রং মানায়??
ReplyDeleteখয়রি/ সাদা
Deleteকপি কালার জামার সাথে কোন কালার পালাজো মানাবে
ReplyDeleteসাদা/ আকাশী
Deleteকালো
Deletepurple colour 3 pc er sathe ki ki ornamemts porte hobe?????
ReplyDeleteসাদা/ আকাশী
Deleteক্রিম কালার জামার সাথে কোন রঙ এর হিজাব বা প্যান্ট ভাল মানাবে
DeleteOnion colour er ste kon colour matching hbe
ReplyDeleteসোনালী
Deleteজলপাই রঙের জামার সাথে কোন কালার বেশি ম্যাচ করবে?
ReplyDeleteসোনালী
Deleteসাদা
ReplyDeleteসাদার সাথে সব কালারই ম্যাচ করে ।
Deleteকালো ও লাল, নীল, আকাশী
ReplyDeleteসোনালী রঙের কোটির সাথে কোন রঙের পাঞ্জাবি মিলবে।
ReplyDeleteসোনালী অথবা সাদা কালার ।
Deleteনিলের সাথে কোন কালার মিলবে
ReplyDeleteসাদা কালার
Deleteকফি কালার জামার সাথে কোন রঙের লিপস্টিক মানাবে?
ReplyDeleteকফি কালার বা লাল কালার ।
Deleteপেস্ট কালারের জামায় হাতের কাজ করবো।
ReplyDeleteকোন কালারের সুতা মিলবে??
হালকা মিষ্টি বা পিঙ্ক কালারের সাথে মাজেন্দা কালারের সুতা ভাল মানাবে ।
Deleteবাঙি কালার জামর সাথে কোন কালার ওড়না ও পায়জামা মানাবে plz bolen 🙏🙏🙏🙏
ReplyDeleteগোল্ডেন কালার পায়জামা খয়েরি কালার ওড়না ভাল মানাবে ।
Deleteবাঙি কালার জামার সাথে কোন কালার ওড়না ও পায়জামা মিলবে।
ReplyDeleteকচুপাতা রং এর বোকরার সাথে কোন রং এর হিজাব মানাবে
ReplyDeleteহালকা মিষ্টি বা হালকা পিঙ্ক কালার।
Deleteখয়েরী রঙের বোরকার সঙ্গে কি রঙের হিজাব পড়লে দেখতে ভালো লাগবে?
ReplyDeleteখয়েরী ভাল মানাবে তাছাড়া আপনি ফুট ফুট গোলাপি কালারের হিজাব পরতে পারেন ।
DeleteGolden colour dress er shate kon colour matching hbe
Deleteনেভি ব্লু ও মিষ্টি কালারের সাথে কোন কালার মানাবে??
ReplyDeleteনেভি ব্লু ও মিষ্টি কালারের সাথে কোন কালার মানাবে???
ReplyDeleteকাচা হলুদ রঙের জামায় কি রঙের লেইস মানাবে
ReplyDeleteপিংক কালার পায়জামার সাথে কোন রঙের কামিজ ওড়না ভালো লাগবে
ReplyDeleteপিংক কালার সালোয়ার এর সাথে কোন রঙের কামিজ ওড়না মানাবে
ReplyDeleteকালো কালারের উপর কোন কালার বেশি মানাবে...?
ReplyDeleteমানে কালো পান্জাবির উপর কোন কালার ফুটবে...?
কাল কালার পেন্টের সাথে কোন কালার ভাল বানাবে
ReplyDeletePlan blue colour ar saree sathe ki colour ar blouse manabe
ReplyDeleteখয়েরী কালার এর সাথে কোন কালারের প্যান্ট বানাবো
ReplyDeletepant yas colour hoile kon colour ar sat vlo hoi.
ReplyDeleteফিরোজা রঙের পাঞ্জাবির সাথে কোন রঙের কটি মানাবে?
ReplyDeleteবাসন্তী কালার জামার সাথে কোন কালারের ওরনা মানাবে
ReplyDeleteকালো বোরকা সাথে পেয়াজ কালার কেমন লাগবে
ReplyDeleteবাঙ্গী কালার জামায় কোন কালারের সুতার কাজ ভালো মানাবে।
ReplyDeleteকলিজা কালারের সাথে কি কি কালার মানাবে?
ReplyDeleteকয়েকটা অপশন জানাবেন
শুকরিয়া
ইট কালার এর সাথে কোন কালার যাবে
ReplyDeleteপেস্ট কালার জামার সাথে কোন কালারের ওড়না ও পায়জামা মানাবে?
ReplyDeleteলেমন কালার শাড়ীর সাথে কোন কালার হিজাব ভালো লাগবে?
ReplyDeletePink top er sathe ki colour er jeans manabe
ReplyDeleteআকাশি কালারের সাথে কোন কালার ভালো মানাবে
ReplyDeleteঅ্যাস রং এর সাথে কোন রং ভালো লাগবে???
ReplyDeleteনেভি ব্লু এর সাথে কোনটা মানাবে?
ReplyDeleteDeep sobuj color er satha kon color vlo lagbe
ReplyDeleteJamar colour jodi black hoy tokhon kon colour er pant porte hobe?
ReplyDeleteAsh colour dress ar sate kon colour hijab manave??
ReplyDeleteকালো কালার এর স্কর্টের সাথে কি কালার এর টপ মানবে ?
ReplyDeleteকাঠালি কালার পায়জামা উড়নার সাথে কোন কালার জামা ম্যাচ করবে?
ReplyDeleteKhoyeri colour selower,,ornar Sathe jama ki colour hole manabe
ReplyDeleteএকদম হালকা বেগুনি রংয়ের কামিজ এর সাথে কোন রংয়ের সালোয়ার মানাবে??
ReplyDeleteBeguni colour er sathe kon colour matching hobe...??
ReplyDeleteবেগুনি কালার গ্রাউন এর সাথে কি কালার উরনা আর হিজাপ ভালো হবে?
ReplyDeleteKusum colour ar jamar satha,kon colour ar pajama manaba
ReplyDeleteনেবুবলুর সাথে কোন কালার মিলবে
ReplyDeleteক্রিম কালারের কুতী্র সাথে কোন কালারের জানা ভালো মানাবে?
ReplyDeleteবাসন্তী কালার ড্রেসের সাথে কি কালার হিজাব মানাবে?
ReplyDeleteঅ্যাশ কালার প্যান্ট এর সাথে ম্যাচিং কি কালার শার্ট
ReplyDeleteপেস্ট কালারের ড্রেসের সঙ্গে কী রঙের হিজাব পারবো?
ReplyDelete