Health and Beauty: Lyrics

Lyrics

 

তোমাকে ছুঁয়ে থাকি, পরশও বিনা...

Singer: kumar Sanu. Album: priotmar sporsho


তোমাকে ছুঁয়ে থাকি,

পরশও বিনা...

অনুভবে আমি জানি ...

তুমি জানো না...

 

কিভাবে কমলও ফুলে

ঝরে জোছনা

শুধু নিশি চাঁদ জানে...

কেউ জানো না..

 

তোমাকে ছুঁয়ে থাকি,

পরশও বিনা...

অনুভবে আমি জানি ...

তুমি জানো না...

 

দুটি চোখ বুজে আমি ...

তোমাকে যাই গো দেখে ,

ওই রূপ অপরূপা

নয়নের আড়াল থেকে

 

দুটি চোখ বুজে আমি ...

তোমাকে যাই গো দেখে ,

ওই রূপ অপরূপা

নয়নের আড়াল থেকে

নয়নের আড়াল থেকে

 

যদি ভুলে যেতে বল ,

ভুলা যাবে না

অনুভবে আমি জানি

তুমি জানো না

 

কি ভাবে কমলও ফুলে

ঝরে জোছনা

 

শুধু নিশি চাঁদ জানে...

কেউ জানো না..

 

কি পাবো কাছে পেলে,

না পেলে হারাবো কি

আমি তো সবি পেলাম...

কি চাওয়ার আছে বাকি

 

কি পাবো কাছে পেলে,

না পেলে হারাবো কি

আমি তো সবি পেলাম...

কি চাওয়ার আছে বাকি

কি চাওয়ার আছে বাকি


তুমি নয় থাকবে দূরে

পর হবে না

অনুভবে আমি জানি,

তুমি জানো না ...

 

তোমাকে ছুঁয়ে থাকি,

পরশও বিনা...

অনুভবে আমি জানি ...

তুমি জানো না...

অনুভবে আমি জানি ...

তুমি জানো না...


আমার সাধ না মিটিল

লেখকঃ কমলাকান্ত ভট্টাচার্য

কন্ঠ : কুমার শানু, অনুরাধা পৌডওয়াল, সোমচাঁদা

মা….

আমার সাধ না মিটিলো

আশা না পুরিলো

সকলি ফুরায়ে যায়  মা…..


আমার সাধ না মিটিলো

আশা না পুরিলো

সকলি ফুরায়ে যায়  মা…..


জনমের শোধ

ডাকি গো মা তোরে

কোলে তুলে নিতে,

আয় মা….


সকলি ফুরায়ে যায়  মা…..

আমার সাধ না মিটিলো

আশা না পুরিলো

সকলি ফুরায়ে যায়  মা…..


পৃথিবীর কেউ ভালতো বাসেনা

পৃথিবী ভাল, বাসিতে জানেনা


পৃথিবীর কেউ ভালতো বাসেনা~

পৃথিবী ভাল, বাসিতে জানেনা


যেথা আছে শুধু, ভালোবাসাবাসি

যেথা আছে শুধু, ভালোবাসাবাসি


সেথা যেতে প্রাণ, চায় মা..

সকলি ফুরায়ে যায় মা….


আমার সাধ না মিটিলো

আশা না পুরিলো


সকলই ফুরায়ে যায় মা…..


বড় দাগা পেয়ে,  বাসনা তেজেছি

বড় জ্বালা সয়ে, কামনা ভুলেছি

 

বড় দাগা পেয়ে বাসনা তেজেছি

বড় জ্বালা সয়ে, কামনা ভুলেছি

 

অনেক কেঁদেছি, কাঁদিতে পারিনা

বুক ফেটে ভেঙ্গে, যায় মা

 

সকলই ফুরায়ে যায় মা….

 

আমার সাধ না মিটিলো

আশা না পুরিলো

সকলি ফুরায়ে যায় মা…..

 

জনমের শোধ

ডাকি গো মা তোরে

কোলে তুলে নিতে,

আয় মা

 

সকলি ফুরায়ে যায় মা…..


আমার সাধ না মিটিলো

আশা না পুরিলো

সকলি ফুরায়ে যায় মা….

 

আমার সাধ না মিটিলো

আশা না পুরিলো

সকলি ফুরায়ে যায় মা….

No comments:

Post a Comment