Friday, May 21, 2021

মাইগ্রেন বা মাথাব্যথার কারন

মাইগ্রেনের বা মাথাব্যথার  যন্ত্রণা অত্যন্ত কষ্টদায়ক এবং দীর্ঘস্থায়ী। মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার যে কোনও এক পাশ থেকে শুরু হয়ে তা মারাত্মক কষ্টকর হয়ে ওঠে।  যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, তীব্র মাথা যন্ত্রণার পাশাপাশি তাদের বমি বমি ভাব, শরীরে এবং মুখে অস্বস্তিভাব দেখা দিতে পারে। এই ব্যথা টানা বেশ কয়েকদিন থাকে। তাই যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাদের এই ব্যথার জন্য দায়ী কিছু কাজ বা অভ্যাস এড়িয়ে চলাই ভাল। এতে মাইগ্রেনের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হতে পারে।


১)  যারা অনেক বেশি চাপ নিয়ে একটানা কাজ করে চলেন এবং নিজের ঘুম ও খাওয়া-দাওয়ার কোনও নির্দিষ্ট সময় মেনে চলতে পারেন না, তাদের বেশি মাইগ্রেনে আক্রান্ত হতে দেখা যায়। তাই মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন। খুব মানসিক চাপে থাকলে এক কাপ লেবু চা খেয়ে নিন। এতে মস্তিষ্ক কিছুটা রিলাক্স হবে।    


২) আমরা যখন অনেক বেশি মিষ্টি খাবার খেয়ে ফেলি তখন আমাদের রক্তের সুগারের মাত্রা বেড়ে যায় যা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ইনসুলিনের উৎপাদন হতে থাকে। যার ফলে রক্তের সুগারের মাত্রা নেমে যায়। এভাবে হঠাৎ হঠাৎ রক্তে সুগারের মাত্রার তারতম্য হওয়ার কারণে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে।


৩) পেট খালি থাকলে মাইগ্রেনের ব্যথা বা সমস্যা শুরু হতে পারে। এর কারণ হলো- খালি পেটে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় যা মাইগ্রেনের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।


৪) অতিরিক্ত রোদে ঘোরাঘুরির কারণে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। এছাড়াও অতিরিক্ত গরম, অতিরিক্ত আর্দ্রতার তারতম্যে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে থাকে ।


৫)  মাত্র এক দিনের ঘুমের অনিয়মের কারণে শরীরের উপরে খারাপ প্রভাব পড়তে পাড়ে। যেমন- যারা নিয়মিত মোটামুটি ৫ থেকে ৬ ঘণ্টা করে ঘুমান, তারা যদি হুট করে একদিন একটু বেশি ঘুমিয়ে ফেলেন, সেক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। 


৬)  অতিরিক্ত আওয়াজ, খুব জোরে গান শোনা ইত্যাদির কারণেও মাইগ্রেনের সমস্যা শুরু হয়ে যেতে পারে। প্রচণ্ড জোরে আওয়াজের কারণে প্রায় দু’দিন টানা মাইগ্রেনের ব্যথা হওয়ার আশঙ্কা থাকে।


তবে অন্য কোন শারীরিক সমস্যার কারনেও মাইগ্রেনের ব্যাথা বা মাথা ব্যাথা হতে পারে তাই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী ।

27 comments:

  1. Inspirational quotes and motivational story sayings have an amazing ability to change the way we feel about lifestyle. This is why I find them so interesting to build this blog Anuprerona.

    ReplyDelete

  2. Pleasant to be going by your web journal once more, it has been months for me. Well this article i've been sat tight for so longDigital Marketing Course. I require this article to finish my task in the school, and it has same theme with your article.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. HIPAA COMPLIANT EMAIL
    Migraines or headaches can be extremely painful and long-lasting. Migraine is a special type of headache that starts from one side of the head and can be devastatingly painful. People with migraines often experience intense headache pain, along with physical and emotional discomfort, such as dizziness and mood swings. This pain can last for several days. It's important for those who suffer from migraines to take necessary steps or practice to alleviate their pain, so they can reduce the impact of this condition.

    For those who work very hard, neglecting sleep and eating habits, and do not have a fixed sleep and meal schedule, they may face a higher risk of developing migraines. These individuals need to take special care of their lifestyle to avoid triggers and maintain a healthy routine.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. وب سایت فایل برو پی دی اف کتاب اعمال حقوقی قرارداد - ایقاع ناصر کاتوزیان را در 244 صفحه را برای شما دوستان آماده کرده است. در این کتاب پروفسور دکتر فرزانه ناصر کاتوزیان برای درس حقوق مدنی در رشته حقوق در مقطع کارشناسی به تبیین و تدوین رویه های حقوقی شامل قراردادها و قراردادها بر اساس عناوین شورای عالی انقلاب فرهنگی پرداخته است و به گفته خودش این کتاب شش تایی است. بخش حقوق مدنی دارای خلاصه و مقدمه است. مطالعه این کتاب برای دانشجویان رشته حقوق به شدت توصیه می شود و محتوای آن می تواند زمینه ساز درک عمیق حقوق شهروندی به ویژه حقوق مدنی 3، 6، 7 و حتی 4 باشد.با سایت فایل برو همراه باشید.

    اعمال حقوقی کاتوزیان

    ReplyDelete

  9. دانلود کتاب روانشناسی عزت نفس ناتانیل براندن (PDF) با بهترین کیفیت توسط سایت جزوه یک گردآوری شده است

    کتاب روانشناسی عزت نفس pdf

    ReplyDelete
  10. وب سایت فایل برو مدرسه سجونگ را در 192 صفحه برای شما دوستان عزیز آماده کرده است. کتابی برای درک فرهنگ بر اساس ژانرهای مربوطه در کره است. به دانش آموزان کمک کنید تا کشور را درک کنند. فرهنگ کشور و در نهایت جنبه های کلی فرهنگی مورد نیاز برای یادگیری زبان. این کتاب برای مبتدیان برای یادگیری زبان کره ای در نظر گرفته شده است تا فرهنگ کره را از زوایای مختلف مقایسه و تجربه کنند. و فرهنگ کشورشان با چنین مقایسه‌ها و تجربیاتی، از زبان‌آموزان انتظار می‌رود که درک خود از زبان کره‌ای را بهبود بخشند و بر پایه‌های فرهنگی که برای یادگیری زبان مهم هستند، بسازند. با فایل برو همراه باشید.
    پی دی اف کتاب آموزش زبان کره ای

    ReplyDelete
  11. وب سایت فایل برو خلاصه کتاب کلیات حقوق شهروندی پیام نور را برای شما دوستان آماده کرده است. هدف این جزوه آشنایی دانشجویان با موضوعات و موضوعات مهم حقوق شهروندی، درک مفاهیم اساسی شهروندی در حوزه خصوصی و عمومی، حقوق و وظایف شهروندان در قبال یکدیگر و مسئولیت ها و وظایف دولت است. در رابطه با شهروندان، مبانی حقوق و منابع فکری و نظری. شهروندی، نظام حقوقی حاکم بر تأمین و تضمین حقوق شهروندی در نظام حقوق بشر و نظام جمهوری اسلامی ایران، نهادها، ساختارها و سازمان‌های ملی و عمومی مسئول و پاسخگو، روش‌های جبران خسارت و نظام حقوقی تضمین‌کننده حقوق شهروندی. با سایت فایل برو همراه باشید.

    نمونه سوال کلیات حقوق شهروندی حسن خسروی

    ReplyDelete
  12. سایت شرط بندی حضرات بت hazaratbet یکی از سایت های شرط بندی ایرانی است که توسط پویان مختاری مدیریت و تبلیغ می شود. پیش بینی ورزشی و کازینوی آنلاین در این سایت امکان پذیر است.
    hazaratbet

    ReplyDelete