Tuesday, May 21, 2019

কিভাবে স্মার্ট হবেন আসুন জেনে নিই



স্মার্টনেছ কি ? বা কীভাবে স্মার্ট হওয়া যায় ? এই বিষয়ে অনেকেই খুবই কৌতূহলী বা জানতে চান ।  এই  নিয়ে  আমাদের আজাকের আলোচনার বিষয় । আসুন তাহলে জানি - 

স্মার্টনেছ কি ?


স্মার্টনেছ হল বুদ্ধিমত্তা এবং সাথে শরীরী ভাষার বা প্রকাশ ভঙ্গির  পাশাপাশি কথাবার্তায় বা আচরণে অন্যদের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা। আসলে যারা স্মার্ট তারা সবসময় যেকোনো পরিস্থিতিতে নিজেদের কথা বা আইডিয়াকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারে ।

আমরা আমাদের ভাষায় বললে- বলে থাকি convince করা বা তর্কে পরাভূত করা ।


স্মার্ট মানুষদের সবচাইতে বড় গুন কি ?

আসলে স্মার্ট মানুষদের সবথেকে বড়গুন হল যেকোনো বিষয়ে তাদের সাধারন জ্ঞান থাকা । যার ফলে অন্যদের কাছে তাকে তুখড় বুদ্ধিমান বলে মনে হয় ।


স্মার্টনেছ কি আসলে সবারই থাকা দরকার নাকি প্রয়োজন ?

 আপনি আপনার দৈনন্দিন কাজের শুরু থেকে শেষ পর্যন্ত কতটা সময় মানুষের সাথে উঠা-বসা, কথাবার্তা বা তথ্য বিনিময় করছেন  সেটাকি একবারও ভেবে দেখেছেন ? আপনাকে প্রতিদিন প্রয়োজনে বা অপ্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে কাজ করা বা চলতে হচ্ছে । এমনকি বিনিময় ও করতে হচ্ছে কাজকর্ম । যার ফলে স্বাভাবিকভাবেই ভিবিন্ন সময় বিভিন্ন সময় মানুষকে সামলানো থেকে শুরু করে তাদের সাথে কাজ করার মত  দক্ষতা আপনার জন্য অতি দরকারি । 

আপনি যত বেশী মানুষকে convince করা বা তর্কে পরাভূত করতে পারবেন - ততই আপনার কাজের গতি এবং পরিবেশ আপনার অনুকূলে থাকবে । যারফলে আপনি সহজেই সফল হতে পারবেন । তাহলে আমরা যা বলেছি যে, স্মার্টনেছ হল বুদ্ধিমত্তা এবং সাথে শরীরী ভাষার  বা প্রকাশ ভঙ্গির  পাশাপাশি কথাবার্তায় বা আচরণে অন্যদের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা। 

তাহলে বুদ্ধিমত্তা কি ? 


বুদ্ধিমত্তা বিভিন্ন রকম হতে পারে 

মৌখিক ও ভাষাবৃত্তীয় বুদ্ধিমত্তা, যৌক্তিক ও গাণিতিক বুদ্ধিমত্তা, দৃষ্টি ও অবস্থানমূলক বুদ্ধিমত্তা, অনুভূতি ও শরীরবৃত্তীয় বুদ্ধিমত্তা, ছন্দ ও সংগীতমূলক বুদ্ধিমত্তা, আন্ত:ব্যক্তিক বুদ্ধিমত্তা, প্রাকৃতিক বুদ্ধিমত্তা, অন্ত:ব্যক্তিক বুদ্ধিমত্তা ইত্যাদি ।

স্মার্টনেছ খুব সহজেই হওয়া যায় না বা রাতারাতি কেউ স্মার্ট হতে পারেনা । এটা আসলে একটু কঠিনই বলা চলে । তবে আগ্রহ এবং চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব ।  আসলে বুদ্ধিমত্তা হল সহজে সবকিছু বুঝেফেলা বা জানার আগ্রহের দ্বারা জানার চেষ্টা করা এবং এর পরবর্তী ফলাফলই হল বুদ্ধিমত্তা । 

কীভাবে স্মার্ট হয়ে উঠবেন ? 



প্রথমত কোনকিছু জানার আগ্রহ থাকতে হবে । এবং এটা সবসময় অর্থাৎ জানার আগ্রহ সবসময় আপনার থাকতে হবে । উৎসাহ থাকলে একজন মানুষ খুব সহজেই যেকোনো জিনিস সহজেই শিখতে পারে । এইযে জানার আগ্রহ এটা একজন স্মার্টলোকের প্রধান বৈশিষ্ট্য। যত বেশী জানবেন বা চেষ্টা করবেন দেখবেন ততই আপনার মস্তিস্ক সচল হবে ।
অর্থাৎ আপনি প্রতিদিন স্মার্ট হিসেবে নিজেকে গড়ে তুলছেন । 

নতুন কিছু শিখার আগ্রহ তৈরি করুন এবং নতুন কিছু শিখতে নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে । 
এখানে উল্লেখ্য যে শেখার ক্ষেত্রে কোন বিষয়ে না বলা চলবেনা । কারন নাতুন যেটা শিখবেন সেটা যেকোনো সময় আপনার কাজে লাগতে পারে । এমনকি গুরুত্ত পূর্ণ সময় এটা কাজে লাগতে পারে । এমনও হতে পারে আজকের এই শিক্ষা আপনাকে ভবিষ্যতে আপনাকে সফল করে তুলতে পারে । 

প্রতিদিন সংবাদপত্র পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে । এখানে বলা যায় যারা সহজে ইংরেজি শিখতে পারছেন না তারা দৈনিক ইংরেজি পত্রিকা পড়ুন । এতে করে জ্ঞান অর্জনের পাশাপাশি আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন । এবং নতুন নতুন তথ্য জানতে পারবেন । এমনকি পুরো পৃথিবীর কোথায় কি আছে বা কি হচ্ছে সেটাও আপনার জানা হয়ে যাবে । শুধু তাই না অন্যদের চাইতে আপনি অনেক বেশী তথ্য আপনার জানা থাকবে । তার মানে আপনিও  নিজেকে স্মার্ট বানাচ্ছেন ।

 বই পড়ার অভ্যাস গড়ে তুলুন এবং মানসম্পন্ন বা ভাল ভাল বই পড়ুন । যেটাকে আমরা বলি- 
"more you read more you learn" .  বই আপনাকে করে তুলবে সৃজনশীল । এবং সকল সংকীর্ণতা কাটিয়ে উঠতে সাহায্য করে বই ।

নতুন নতুন আইডিয়া তৈরি করা হচ্ছে একজন স্মার্ট লোকের প্রধান বৈশিষ্ট্য । তাই প্রতিদিন নতুন নতুন আইডিয়া তৈরি করুন । অর্থাৎ চারপাশ থেকে শিক্ষা এবং গ্রহণ করার পর সেটার মাধ্যমে নতুন কিছু আইডিয়া তৈরি করা স্মার্ট হওয়ার অন্যতম লক্ষণ ।

স্মার্টদের সাথে চলাফের করাও স্মার্ট হওয়ার জন্য অনেক বেশী কার্যকরী । স্মার্টদের সাথে মিশা এমনকি তাদের সাথে আড্ডা দিলেও তাদের কাছ থেকে অনেক কিছুই শেখা যায় । স্মার্টদের সাথে মিশলে নতুন নতুন আইডিয়াসহ অনেক অজানা তথ্য ও আপনি তাদের কাছ থেকে শিখতে পারবেন ।

সবসময় উৎফুল্ল থাকাও স্মার্ট হওয়ার জন্য অতি জারুরি । মনকে সতেজ রাখলে সবসময় সব কাজই সবার জন্য সহজ হয়ে যায় । 

যেকোনো আইডিয়া লিপিবদ্দ করে রাখতে পারলেও একজন খুব সহজে স্মার্ট হয়ে উঠতে পারে । কারন এমনও হতে পারে ধারাবাহিকভাবে সকল আইডিয়া মনে নাও থাকতে পারে । তাই সবসময় আইডিয়া লিখে রাখুন । আইডিয়া শুধু খাতায় বা ডায়েরীতে লিখতে হবে তা কিন্তু না এটা আপনার স্মার্ট
ফোনেও লিখে রাখতে পারেন ।


______________________________





No comments:

Post a Comment