Wednesday, May 29, 2019

দাঁত মুক্তোর মত সাদা করার ১টি ঘরোয়া উপায়

হলুদ ও কালো দাঁত মুক্তোর মত সাদা করার অবিশ্বাস্য ১টি ঘরোয়া উপায়



অধিকাংশ প্রাণীর দেহে দাঁতই হচ্ছে কঠিনতম অঙ্গ। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনা এই কথাটি আমরা প্রায়ই বলে থাকি । আসলেই শরীরের অন্যান্য অঙ্গের মত দাঁত ও আমাদের একটি অত্যন্ত গুরুত্য পূর্ণ অঙ্গ । সাধারণত দাঁতের ক্ষয়রোগ, গিংগিভিটিজ, পিরিডেন্টাল রোগ, হ্যালিটোসিস বা মুখের দুর্গন্ধ এবং অন্যান্য দন্তজনিত সমস্যা থেকে রক্ষা পেতে নিয়মিত মুখ পরিস্কার রাখা জরুরী ।
প্রতিদিন খাদ্য গ্রহনের পর আমাদের যা যা করনীয়-
  1. প্রতিদিন খাদ্য গ্রহণের পর সকালে কিংবা রাতে দু'বার নিয়মিতভাবে দাঁত ব্রাশ করতে হবে। এর ফলে দাঁতের গঠন সুন্দর এবং মজবুত হবে ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা পাবে।
  2. প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ পরিবর্তন করতে হবে। সম্ভব হলে এর আগেই টুথব্রাশ পরিবর্তন করা যেতে পারে।
  3. প্রতি ছয় মাস পরপর দন্তচিকিৎসকের সুপারিশ গ্রহণ করতে হবে।
  4. ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট বা মাউথওয়াশ ব্যবহার করা উচিত, যা দাঁতকে আরো সুরক্ষা করবে ।
অনেকেই অতিরিক্ত চা পান করে, পান খায়, ধূমপান করে থাকে । যার ফলে দাঁত হয় কালো বা লালচে আবার অনেক সময় বাদামি রঙের মত আকার ধারণ করে থাকে । আর এভাবে একদিকে যেমন মুখের সৌন্দর্য নষ্ট হয় অন্যদিকে দাঁতও নষ্ট হয়ে যায় । 

আজকে আমি যে বিষয় নিয়ে এসেছি সেটি হল কীভাবে হ্লুদ ও কালো দাঁত মুক্তোর মত সাদা করা যাবে ঘরে বসেই । আর এর জন্য যা যা লাগবে তাহল-


  1. টুঁথপেস্ট 
  2. লবন
  3. সরিষার তেল
  4. লেবু
আমরা জানি  টুঁথপেস্ট দাঁত পরিস্কার করে এবং দাঁত ভাল রাখে দাঁতের সাথে লেগে থাকা ময়লা পরিস্কার করে । 

 আর লবনে থাকা সোডিয়াম এবং ক্লোরিন একসাথে যেমন মুখের দুর্গন্ধ দূর করে অপরদিকে এটি ব্যবহারের ফলে দাঁতের রোগ জীবাণু ও ধ্বংস হয়ে যায় ।
সরিষার তেল দাঁতের পোকা এবং হলদে ভাব দূর করতে সাহায্য করে । এটি জীবাণু নাশকের মতই কাজ করে থাকে ।

লেবুর বহুবিদ গুনের মধ্যে একটি হল এটি ব্যবহারের ফলে দাঁতের কালচে ভাব দূর করার পাশাপাশি দাঁতে বা মাড়িতে যদি কোন রোগ জীবাণু থেকে থাকে তাহলে সেটি ও দূর করবে এই লেবু । তাছাড়া লেবুতে থাকা ভিটামিন সি দাঁতকে করে শক্ত এবং মজবুত ।

প্রথমে আপনার মত করে টুথ ব্রাশে যেই পরিমান টুঁথপেস্ট লাগে সেই পরিমান  টুঁথপেস্ট নিন এবার এর সাথে আধা চা চামচ লবন মিশান  । এবার এই মিশ্রণটিতে এক চা চামচ  সরিষার তেল ও অল্প পরিমান লেবুর রস দিন এবং ভালভাবে  মিশিয়ে নিন ।
এবার এই মিশ্রণটির সাহায্যে দাঁত ভালভাবে ব্রাশ করুন । এবং কিছুক্ষণ মুখের ভিতরে রেখে দিন । 

এবার আবার শুধু পেস্টের সাহায্যে আবার দাঁত ব্রাশ কারুন । এভাবে এক সপ্তাহ ব্যবহার করুন । ফলাফল-
আপনার দাঁত হবে মুক্তোর মত সাদা এবং মুখ হবে দুর্গন্ধহীন ।

____________________________



No comments:

Post a Comment