Thursday, April 29, 2021

জরুরি ব্যবহারে রাশিয়ার ভ্যাকসিন অনুমোদন পেল

ছবিঃ সংগৃহীত

 

স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি  রাশিয়ার টিকা স্পুতনিক-ভি এর জরুরি ব্যবহারের অনুমোদন  দিয়েছে।  মঙ্গলবার (২৭ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদফতরের এক সভায় টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়।

এখন রাশিয়ার করোনা টিকা আমদানি ও ব্যবহারের ক্ষেত্রে আর কোন আইনগত বাধা  নাই। এখন বাংলাদেশ টিকা কিনতে চাইলে রাশিয়া  আগামী মাস থেকে বাংলাদেশকে টিকা দিতে পারবে বলে সরকারি নথিপত্রে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২৩ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-৫ দেশেই উৎপাদনের জন্য মস্কো-ঢাকা সম্মত হয়েছে। চলছে চীনা ভ্যাকসিন আনার আলাপ-আলোচনাও। তিনি বলেন, দেশে টিকা উৎপাদন করতে রাশিয়ার প্রস্তাবে আমরা একমত হয়েছি। কারণ আমরা চাইলে সেটা তৃতীয় দেশেও বিক্রি করতে পারব ।

No comments:

Post a Comment