Friday, April 23, 2021

করোনার টিকা চুরি



করোনার টিকা চুরি হয়ে গিয়েছিল । এটি বাংলাদেশে না এই ঘটনা ঘটে ভারতের হরিয়ানা রাজ্যের জিন্দো জেনারেল হাসপাতালে । 

জানা যায় জিন্দো জেনারেল হাসপাতালের  স্টোররুম থেকে চুরি হয়ে গিয়েছিল ১,৭০০ করোনা ভ্যাকসিন। ১,৭০০ ডোজ করোনার টিকা চুরি যাওয়ায় রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্যটিতে। কিন্তু সব ভ্যাকসিনই আবার ফিরিয়ে দিল চোর। 

জিন্দো সিভিল লাইন্স থানার সামনে ১,৭০০ ভ্যাকসিন এবং একটি চিঠি রেখে যায় সেই চোর। হরিয়ানা পুলিশ জানিয়েছে, জিন্দো সিভিল লাইন্স থানার সামনে থেকে ভ্যাকসিনগুলি উদ্ধার করা গেছে। ভ্যাকসিনগুলির সঙ্গে একটি চিঠিও পাওয়া যায়। 

চোরের লেখা ওই চিঠিটি হিন্দিতে লেখা। ওই চিঠিতে লেখা রয়েছে, ‘দুঃখিত, আমি বুঝতে পারিনি যে এগুলি করোনার ভ্যাকসিন।’ 

জিন্দো সিভিল লাইন্স থানা এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে চোরেদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। চোরের খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ কর্মকর্তারা। যদিও চুরি যাওয়া ভ্যাকসিন ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিল এই চোর।

No comments:

Post a Comment