মাত্র ১ সপ্তাহে চুলকে দ্রুত লম্বা ও ঘন করার উপায়
চুল স্বাভাবিক ভাবে বেড়ে না উঠার পিছনে অনেক কারন থাকতে পারে । তবে মুল কারন হল সঠিক পরিমানে পুষ্টি না পাওয়া বা না থাকা । আর তাই সঠিক পরিমানে পুষ্টি থাকলে মাথার চুল সঠিক পরিমানে লম্বা হবে এমনকি চুল পড়াও বন্ধ হয়ে যাবে ।
ছোট একটি ঘরোয়া টিপস আজকে শেয়ার করব যার মাধ্যমে আপনার চুল হয়ে উঠবে ঘন এবং লম্বা ।
সবচাইতে কারয্যকরি এই টিপস বা পদ্ধতির মাধ্যমে আপনি আপনার চুলকে করে তুলতে পারবেন ঘন এবং লম্বা মাত্র এক সপ্তাহে । আর এর জন্য আপনাকে যা যা করতে হবে তা হল -
আমরা জানি প্রাকৃতিক উপাদান সালফার পেঁয়াজের মধ্যে আছে । এই সালফার আমাদের চুলের গোঁড়ায় থাকলে নতুন চুল গজতে সাহায্য করে । শুধু তাই না চুলকে অতি দ্রুত লম্বা এবং ঘন করতে সাহায্য করে । তাছাড়া পেঁয়াজে থাকা এন্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা যেকোনো সক্রামন থেকে দূরে রাখে বা সক্রমনের হাত থেকে রক্ষা করে । যার ফলে চুল পড়া রোধ করে এমনকি চুলের অন্যান্য সমস্যা থেকে চুলকে ভাল রাখে ।
প্রথমে এক টুকরা পেঁয়াজ নিন এবং সেটাকে ভাল্ভাবে ধুয়ে পরিস্কার করে এটাকে টুকরা করে ফেলুন। তারপর সেটাকে পিষে বা বেটে যেভাবেই হোক সেটাকে পেস্টের মত বানিয়ে এবার এটার রস বা নির্যাস ছেঁকে আলাদা করে ফেলুন ।
এবার
১. ৪ চা চামচ পেঁয়াজের রস,
২. ১ চা চামচ নারিকেল তেল,
৩. ১ চা চামচ অলিভ অয়েল এবং
৪. ১ চামচ মধু নিয়ে
একটি পরিস্কার পাত্রে ভালভাবে মিশিয়ে ফেলুন ।
এই মিশ্রণটি আপনার চুলের গোঁড়ায় ১০-১৫ মিনিট ধরে মালিশ করুন আলতোভাবে ।
তারপর এই মিশ্রণটি আপনার চুলের গোঁড়ায় ২-৩ মিনিট রেখে দিন ।
এটি আপনার চুলের গোঁড়ায় রক্ত সঞ্চালন করতে সাহায্য করে ।
ফলাফল হল আপনার চুল দ্রুত বৃদ্ধি পায় এবং চুল হয় লম্বা, মোটা এবং ঘন ।
এতে আপনার চুল পড়াও বন্ধ হয় ।
আমাদের টিপস টি আপনার ভাল লেগে থাকলে কমেন্টস করে জানান ।
শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ।
ধন্যবাদ ।
--------------------------------
No comments:
Post a Comment