Friday, June 14, 2019

মুখের কালো দাগ দূর করার উপায়


মুখের কালো দাগ দূর করতে আমরা কতই না চেষ্টা করি । নিজের সুন্দর চেহারা সবসময় সুন্দর থাকুক এটা আমরা সবাই চাই । কিন্তু ত্বকে  মেছতা, ব্রণ, মাইছলা কিংবা চোখের নিচে কালো দাগ পরে যখন মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় তখনই শুরু হয় এটা নিয়ে নানা রকম দুশ্চিন্তা । এই মুখ নিয়ে তখন আয়নার সামনে দাঁড়াতেই কেমন জানি  লজ্জা করে আবার অস্বস্তি লাগে। ইস আমার মুখটা যদি অমুকের মত সুন্দর হত ।  মেকাপ কিংবা অন্য কোন ক্রিম ব্যবহার করে সাময়িক  দাগ লুকানো সম্ভব কিন্তু দূর করা সম্ভব না এটা আমরা সবাই জানি। একটু চেষ্টা করলে ঘরে বসেই মুখের কালো দাগ দূর করা যায় ।

ঘরোয়া কিছু উপায়ে আপনি সহজেই আপনার মুখের কালো দাগ দূর করতে পারবেন। আসুন দেখি কীভাবে আমরা ঘরে বসে মুখের কালো দাগ দূর করতে পারি-




  • দুধ ও মধুর সাহায্যেঃ    দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে কালো দাগের উপর দশ মিনিট লাগিয়ে রাখুন। তারপর মুখ পানি দিয়ে ধুয়ে নিন। টানা কয়েকদিনের ব্যবহারে আপনার মুখের দাগ উধাও হয়ে যাবে।

  • গোল আলু  সাথে মধুর সাহায্যেঃ  মুখের কালো দাগ দূর করতে অত্যন্ত্য ভাল  কাজ করে গোল আলু।  এক্ষেত্রে  প্রথমে আলুর রস সংগ্রহ করুন ।   রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে হালকা মিশ্রণ তৈরি করে একটি পরিষ্কার পাত্রে নিন । এবার এই মিশ্রণটি মুখের যেখানে কালো দাগ রয়েছে সেখানে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে চার দিন ব্যবহার করুন । মুখের কালো দাগ দূর হবে ।


  • অ্যালোভেরার সাহায্যেঃ  প্রথমে  অ্যালোভেরা জেল বা রস একটি পরিষ্কার পাত্রে সংগ্রহ করুন, এবার এই রস বা জেল মুখের কালো  দাগের উপর আলতো হাতে মালিশ করে নিন।  এটি  শুধু কালো দাগই দূর করে না সাথে মুখের উজ্জলতা বাড়ায় । প্রত্যেকদিন এর ব্যবহারে আপনার মুখের দাগ মুছে গিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।  এর রস লাগানোর আগে হালকা ঠাণ্ডা পানি দিয়ে  মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর রস মুখে দিয়ে ম্যাসেজ করুন।  অ্যালোভেরা জেল দিয়ে মাস্ক বানিয়েও ব্যবহার করতে পারেন। এটিও ত্বকের উজ্জলতা বাড়ায় ।

  • শসা ও টমেটোর সাহায্যেঃ  শসা ও টমেটো মুখের উজ্জ্বলতা ও আর্দ্রতা বজায় রাখে । কয়েকটি শসার টুকরো নিয়ে একটা পেস্ট তৈরি করে নিন, তাতে সামান্য মধু ভালো করে মিশিয়ে মুখে লাগান। টমেটো কেটে মুখে আলতোভাবে ঘষতে থাকুন। তারপর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

  • লেবুর সাহায্যেঃ  ত্বকের কালো দাগ দূর করতে লেবু খুবই কার্যকরী। লেবুতে রয়েছে  ভিটামিন সি । লেবুর রস যেমন হজমে সাহায্য করে  ঠিক তেমনি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বকের  কালো দাগ দূর করে। প্রথমে এক টুকরা লেবুর রস বা একটি লেবুর রস একটি চায়ের কাপে নিয়ে বা যেকোনো পাত্রে নিয়ে ঐ রস আঙ্গুলে নিয়ে ত্বকের যেখানে কালো দাগ পড়েছে সেখানে লাগিয়ে আস্তে আস্তে ঘষতে থাকুন । এভাবে কিছুক্ষণ ঘষানোর পর  শুকিয়ে এলে নরমাল পানি অথবা ঠাণ্ডা পানি  দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করলে ত্বকের কালো দাগ দূর হবে । ত্বক হবে দাগহীন উজ্জল ।



  • পাকা পেঁপে সাহায্যেঃ  পাকা পেপে খাদ্য হিসেবে যেমন সুস্বাদু তেমনি এর রয়েছে নানান রকম উপকারী উপাদান । যা শরীরের জন্য খুবই দরকারি । পাকা পেঁপে মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে। প্রথমে পাকা পেঁপে নিয়ে এর থেকে পেস্ট বানিয়ে নিন । এবার এই পেস্ট চোখ ব্যতিত সমস্ত মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এবার পেস্টটি  শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত রেখে দিন ।এতে ২০ মিনিট এর বেশিও সময় লাগতে পারে । পেস্টটি  সামান্য লেবুর রস মিশিয়েও ব্যবহার করতে পারেন। শুকিয়ে গেলে পরিষ্কার নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তঃত তিন দিন ব্যবহারে আপনার মুখের কালো দাগ দূর হয়ে যাবে ।


  • পাকা কলার সাহায্যেঃ পাকা কলা চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে । প্রথমে একটি পাকা কলা নিন । এবার এটিকে একটি পাত্রে রেখে অল্প পানি নিয়ে এটিকে তরল পাতলা ক্রিমের মত বানিয়ে নিন । এবার এই নরম পাতলা ক্রিম ফ্রিজের বরফ বক্সে নিয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিন ।  এটি পুরোপুরি বরফ হয়ে গেলে ঐ বরফের টুকরো দিয়ে চোখের নিচে ও চোখের আশেপাশে যেখানে কালো দাগ পড়েছে সেসব স্থানে ঘষুন । হাতে অতিরিক্ত ঠাণ্ডা লাগলে একটি পরিষ্কার কাপরের টুকরো নিয়ে ঐ কাপড়ের ভিতরে বরফের টুকরো নিয়ে তারপর আলতোভাবে ঘষুন অন্তঃত ১০ মিনিট । এভাবে  প্রতিদিন সকালে ও রাত্রে ২ বার ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে ।



____________________________

No comments:

Post a Comment